ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

সৌদি নারীরাও ফতোয়া জারি করতে পারবেন

প্রকাশিত : ১০:১১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

সৌদি আরবের নারীরা ফতোয়া জারি করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল শুরা কাউন্সিলের এক ভোটা-ভুটির মাধ্যমে নারীদের ফতোয়া জারির অধিকারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিসি বাংলার অনলাইন সংস্করণে এ খবর দেয়া হয়েছে।

ফতোয়া জারির সিদ্ধান্ত যখন এলো ঠিক তার দুদিন আগে দেশটি থেকে মেয়েদের গাড়ি চালানোর ওপরও নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।

তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকেটর মুখে পড়েছে সৌদি আরব। দেশটির এসব সিদ্ধান্তকে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নানা সংস্কারের মাধ্যমে তার দেশকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। নারীদের ফতোয়া জারির অধিকার প্রদানও সেই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তবে শুরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সৌদি বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারি করতে হবে। এ জন্য নারী মুফতির পদও তৈরি করতে হবে তাকে।

 

আর/টিকে