ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

রোহিঙ্গা উচ্ছেদে বহুমাত্রিক সমস্যায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ১০:৩৭ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে উচ্ছেদকৃত রোহিঙ্গাদের আশ্রয়ে দেওয়ার কারণে বাংলাদেশে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, মিয়ানমারের একটি জাতিগোষ্ঠীকে উচ্ছেদের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। তবে আমাদের স্থান ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও শুধু মানবিক কারণে তাদের আমরা সহায়তা করছি।

ঢাকায় একটি অভিজাত হোটেলে রোববার তিনি এই কথা বলেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠককে সামনে রেখে আয়োজিত প্রস্তুতিমূলক এক বৈঠকে তিনি এই কথা বলেন।

 ‘মিটিং অন স্মার্ট প্লিজেস’ শীর্ষক এই বৈঠকে যোগ দেন জাতিসংঘের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট লিসা এম বাটেনহেইম।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিনিয়তই নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। দারিদ্র ও সংঘর্ষ ছাড়াও জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ, মহামারি আকারে ছড়িয়ে পড়া রোগ, বৈষম্য-নির্যাতন ও উচ্ছেদের মতো অন্যান্য বৈশ্বিক ইস্যুগুলো মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এসময় জাতিসংঘের প্রতিরক্ষা মিশন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মাহামুদ আলী বলেন, শান্তি মিশনে অংশ নেওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সাংবিধানের মূল্যবোধকে প্রাধান্য দিতেই বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অবদান রাখতে আমরা শান্তি মিশনে অংশ নেই।শান্তি মিশনের কার্যক্রমকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কোনো আহ্বানই বাংলাদেশ কখনও উপেক্ষা করেনি বলেও জানান তিনি।

আরকে/ডব্লিউএন