ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ফ্রান্সের মার্সেইয়ে ছুরি হামলা, আক্রমণকারীসহ নিহত ২

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৩২ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

ফ্রান্সের মার্সেই শহরের প্রধান রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ চালায়। এতে অন্তত একজন নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আক্রমণকারীকে গুলি করে হত্যা করে।

তবে কিছু খবরে বলা হয়, আক্রমণকারীকে নিরাপত্তা বাহিনী গুলি করার আগে সে দু`জন লোককে হত্যা করে।

দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেই-এর সেন্ট চার্লস স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় লোকদের ওই এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব বলেছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

সূত্র : বিবিসি।

ডব্লিউএন