পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সু চির মন্ত্রী
প্রকাশিত : ১২:০৮ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ১০:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন রোববার রাতে। আজ সকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া নিয়ে মিয়ানমার সরকারের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিন্ট সোয়ের বৈঠকে প্রাধান্য পাবে রোহিঙ্গা প্রসঙ্গ। বিশেষ করে, রোহিঙ্গাদের নিরাপদে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ। এই সংকট সমাধান করতে মিয়ানমারকে বার্তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। বৈঠক শেষে আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে মিয়ানমারের মন্ত্রীর।
সূত্র জানায়, সম্প্রতি নিউইয়র্কে দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় রোহিঙ্গাদের ফেরানোর ওপর জোর দেবে সরকার। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা থং তুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আলোচনা করেন। আলোচনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি বলেছে বাংলাদেশ।
গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার নিরাপত্তাবাহিনীর তল্লাশিচৌকিতে হামলার পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
/আর/এআর