শেখ হাসিনা শুধু শাসক নন, মানবতার নেত্রী
প্রকাশিত : ১০:০১ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ১০:৩৫ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানবতা লঙ্ঘন করে নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ করেছে। দেশত্যাগে বাধ্য করেছে রোহিঙ্গাদের। বিশ্ববাসী মিয়ানমারকে ঘৃণার চোখে দেখছে। বিশ্ববাসীর চাপের মুখে তারা অবশ্যই নতিস্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আজ সোমবার সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে রোহিঙ্গাদের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি আরও বলেন, রোহিঙ্গা নাগরিকদের উপর নির্যাতন ইতিহাসকে হার মানিয়েছে। এ বিষয়ে তাদের অন্যায় ক্ষমা করা উচিত হবে না।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টি দেখিয়ে রোহিঙ্গাদের মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে আশ্রয় দিয়েছেন। যতদিন রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত না যাবে, ততদিন তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা দেওয়া হবে। বর্তমানে শেখ হাসিনা শুধু সরকারপ্রধান বা শাসক নন, তিনি একজন মানবতার নেত্রী।`
বাংলাদেশ সফরে আসা মিয়ানমারের সরকারের মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি দেখুন, আপনাদের দেশের নাগরিকেরা ঘরবাড়ি ছেড়ে এসে কত কষ্ট পাচ্ছে। তাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এ সংকটের সমাধান চাই।’
কেআই/ডব্লিউএন