ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৫ ১৪৩২

অভিনেত্রী হওয়ার আগে বাথরুম পরিষ্কার করেছেন মাহিরা!

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

অভিনয় জগতে প্রবেশের আগে রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ করতেন মাহিরা। ঘর ঝাড়া থেকে বাথরুম পরিষ্কার— সব কাজই করতে হয়েছে মাহিরাকে।

পরে একটি দোকানেও কাজ করেছেন মাহিরা। সেখানেও ঘর ঝাড়া, ঘর মোছার কাজ করেছেন মাহিরা।

লস অ্যাঞ্জেলেসে থাকাকালীন আলি নামে এক জনের সঙ্গে বাড়ির অমতে বিয়ে করেছিলেন মাহিরা। ২০১৫ সালে বিবাহ বিচ্ছেদ হয় মাহিরার। সেই থেকেই তিনি এক জন সিঙ্গল মাদার।

ছেলে আজলানই তাঁর জীবনের সব কিছু। ইনস্টাগ্রামে ছবি দিয়ে এ কথাই লিখেছেন এ নায়িকা।

সম্প্রতি রণবীর কাপূরের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় সিগারেট খাওয়ার এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর