ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

হার্ট হবে কম্পিউটার পাসওয়ার্ড!

প্রকাশিত : ১০:১৬ এএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৪:০২ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

হৃদযন্ত্র বা হার্ট হবে কম্পিউটার পাসওয়ার্ড! শুনে বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। বিষয়টি মজার হলেও মার্কিন গবেষকরা সম্প্রতি নতুন কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা উদ্ভাবন করেছেন। যা মানুষের হৃদযন্ত্রের আকারকেই শনাক্তকরণে উপায় হিসেবে কাজে লাগাবে। গবেষকদের দাবি, এ পদ্ধতিটি স্মার্টফোনে ব্যবহারের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তায় কাজে লাগানো যাবে। এটি নিরাপদ ও প্রচলিত পাসওয়ার্ড বা অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতির চেয়ে নিরাপদ। যারা প্রাইভেসি বা ব্যক্তিগত নিরাপত্তায় সচেতন, তাদের কম্পিউটারে এ পদ্ধতি আনতে চান তারা।

ওই গবেষণাবিষয়ক নিবন্ধের মূল লেখক নিউইয়র্কের বাফেলো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়েনইয়াও ইয়ু। তিনি জানাচ্ছেন, মানুষের হৃদযন্ত্র অনন্য। দু’জন মানুষের হৃদযন্ত্রের আকারে কোনো মিল পাওয়া যাবে না। সাধারণত মানুষের হদযন্ত্রের আকার পরিবর্তন হয় না।

গবেষক ইয়ু বলেন, বারবার লগআউট বা লগইন করাটা বিরক্তিকর। অন্যরা যাতে কম্পিউটার লগইন করতে না পারেন, এজন্য এ পদ্ধতিতে কম মাত্রার ড্রপলার রাডার ব্যবহার করা হয়, যা হৃদযন্ত্রে নজরদারি করে। শুরুতে হার্টস্ক্যান করতে ৮ সেকেন্ড সময় লাগে। এরপর সিস্টেমটি হৃদযন্ত্র শনাক্ত করতে পারে সহজেই। অক্টোবরে যুক্তরাষ্ট্রের উত্যাহে মোবাইল কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশনের (মোবিকন) বার্ষিক ২৩তম সম্মেলনে গবেষণা উপস্থাপন করবেন বিশেষজ্ঞরা।
 
ওই গবেষক জানান, তাদের তৈরি রাডার সিস্টেমে সংকেতের শক্তি ওয়াই-ফাইয়ের চেয়ে কম বলে তা মানুষের জন্য ঝুঁকি তৈরি করে না। এটি তৈরিতে তিন বছর ধরে কাজ করছেন তারা। এ পদ্ধতিটি হৃদযন্ত্রের আকার, গঠন ও নড়াচড়া বিশ্লেষণ করে।

সূত্র : আইএএনএস।
//এআর