ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি ছাড়িয়েছে

প্রকাশিত : ১০:২৩ এএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার

দেশে মোট মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়ে গেছেগত জুলাই মাসেই নতুন এই মাইলফলক অতিক্রম করে আর আগস্ট মাসের শেষে ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ১৮ লাখ ৮৩ হাজার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, আগস্টের শেষে দেশে মোট ইন্টারনেট সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৭১ লাখ। এর মধ্যে আইএসপিদের সংযোগ সংখ্যা ৫১ লাখ ৭০ হাজার।

এর আগে গত বছর জুলাই মাসে ছয় কোটি ইন্টারনেট সংযোগের মাইল ফলকে পৌঁছায় দেশ। এর আগে ২০১৫ সালের আগস্টে পাঁচ কোটি এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে চার কোটি মোবাইল ইন্টারনেট সংযোগ হয় দেশে।

এর ফলে প্রতি বছরই দেশে এক কোটি করে ইন্টারনেট সংযোগ বাড়ছে। বিটিআরসি মোবাইল ইন্টারনেটের সংখ্যা আলাদা করে প্রকাশ করলেও থ্রিজি সংযোগ জানা যায়নি।

 

/আর/এআর