ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

রোহিঙ্গারা ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে নিজেদের বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন থেকে ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে পরিচিতি পাবেনআজ সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব মো. শাহ কামাল তথ্য জানান।

শাহ কামাল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি দিয়ে এটা জানিয়েছেন, যে পালিয়ে আসা রোহিঙ্গাদের এখন থেকে বাংলাদেশ ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলবে। আমরা এখন থেকে এটাই ব্যবহার করব।

তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের রিফিউজি (শরণার্থী) বলছি না। এই পরিচয়ের (বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) কারণে ধরে নেয়া হচ্ছে তারা শরনার্থী নয়, তারা এখানে আশ্রয় প্রার্থী। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাব। দেশের স্বার্থেই এটা করা হয়েছে।

মিয়ানমারে জাতিগত নিপীড়নে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। সম্প্রতি মিয়ানমারের চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রোহিঙ্গাদের ওপর অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে প্রাণ বাঁচিয়ে এখন পর্যন্ত আরও ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৫ লক্ষাধিক। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

 

/আর/এআর