ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

কারও সাহায্য ছাড়াই বাংলাদেশের মানুষের টাকায় স্বপ্নের পদ্মাসেতুর নির্মান হচ্ছে- প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:০১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

কারও সাহায্য ছাড়াই বাংলাদেশের মানুষের অর্জিত টাকায় স্বপ্নের পদ্মাসেতুর নির্মান হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে জানিয়ে প্রধান প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের অবহেলিত দখিণাঞ্চলের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের জন্যও নেয়া হচ্ছে নানা পদখেপ। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরকালে শেখ হাসিনা বলেন, দক্ষিণ বাংলার মানুষের সাথে সারা দেশের মানুষের যোগাযোগ সহজ করতে পদ্মাসেতু প্রকল্পে মোট ব্যায় হবে ২৮ হাজার ২৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা । তিনি বলেন, বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ তুলে পদ্মাসেতুতে অর্থায়ন না করার সিদ্ধান্ত এবং প্রকল্পে পুনরায় ফিরে আসার ঘোষণা দিয়ে নতুন নতুন শর্ত আরোপ করে দীর্ঘসূত্রিতার পথ অবলম্বন করায় সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের অন্যান্য কোন প্রকল্প খতিগ্রস্ত হবে না জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন,পদ্মাসেতু নির্মানের পাশাপাশি দখিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পায়রা বন্দর নির্মানের কাজ চলামান রয়েছে, ১৩শ মেঘওয়াট বিদ্যুত কেন্ত্র, সেনাবাহিনীর ঘাটি, নৌবাহিনীর ঘাটি নির্মানের ও উদ্যেগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজনিজ এলাকায় মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত প্রকল্পগুলোর খোজভরন রাখার আহ্বান জনানিয়ে বলেন, তাহলে দেশের উন্নয় আরো বেশি ত্বরান্বিত হবে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো জানান, ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে এবং অন্যান্য মহাসড়কগুলো ৪ লেনে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।