ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

শিমুল, কামাল, হেলাল, নীরব ও টুকুর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার

খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মিরপুরে দুই বছর আগের নাশকতার দুই মামলায় ৪১ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার পরোয়ানা জারির এই আদেশ দেন।

আসামিদের মধ্যে বিএনপি নেতা আমানউল্লাহ আমান, রফিকুল ইসলাম মিয়া, হাবীব উন নবী খান সোহেলসহ ১৮ জন জামিনে আছেন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকার মিরপুরে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরে মিরপুর থানার এসআই মাসুদ রানা বিস্ফোরক দ্রব্য আইন এবং গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেছিলেন।

 

এমআর/এআর