ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

মধ্যপ্রাচ্যে ঝড় তুলেছে শাকিব-শুভশ্রীর ‘নবাব’

প্রকাশিত : ১১:৪১ এএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

যে যাই বলুক শাকিব খানই এখন ঢাকাই চলচ্চিত্রের নবাব। শুধু ঢালিউডে নয়, তিনি এখন টালিউডেরও পছন্দের নায়কদের মধ্যে অন্যতম। চলতি বছরে বাংলা চলচ্চিত্রের এই নবাবের সবচেয়ে ব্যবসাসফল ও দর্শকপ্রিয় ছবি ‘নবাব’। বাংলাদেশে মুক্তির পর টালিউডেও নবাবের সাফল্য লক্ষ করা গেছে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘নবাব’বাংলাদেশের প্রথম ছবি হিসেবে পাড়ি দিয়েছে মধ্যপ্রাচ্যে। মুক্তির পর সেখানেও ঝড় তুলেছে ‘নবাব’।

স্বপ্ন স্কেয়ারক্রো’র আন্তর্জাতিক পরিবেশনায় ৬ অক্টোবর আরব আমিরাত ও ওমানে মুক্তি পেয়েছে শাকিব-শুভশ্রী জুটির এ ছবি।

বাংলাদেশে মুক্তির পর রীতিমতো রেকর্ড পরিমাণ ব্যবসা করে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নবাব ছবিটি। দেশের অধিকাংশ হলে টানা চার সপ্তাহ ছবিটি হাউসফুল চলে। এরপর কলকাতায় মুক্তির পর সেখানেও তৈরি করে ইতিহাস।

টালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে নেয় ‘নবাব’।

জানা গেছে, মুক্তির পর মধ্যপ্রাচ্যের সিনেমা হলে হাউসফুল চলছে ছবিটি। প্রবাসী বাঙালিরা ছুটে আসছেন ছবিটি দেখার জন্য।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত ছবির নায়ক শাকিব খান।

শাকিব বলেন, ‘এটা আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই অনেক বড় খবর। মধ্যপ্রাচ্যে নবাবের সাফল্য শুধু আমার একার নয়। এ সাফল্য দেশের, ছবির পুরো টিমের, আন্তর্জাতিকভাবে যারা রিলিজ দিয়েছেন তাদের।

এ ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।

 

এসএ/এআর