ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু ১৫ অক্টোবর

প্রকাশিত : ১০:১৫ এএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:২৭ পিএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আাবেদন আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ আবেদন চলবে আগামী ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের এবারের ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটি বিভাগে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এর মধ্যে সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আসন ৩০ থেকে বাড়িয়ে ৫০টি এবং পোষ্য কোটায় আসন ১৬ থেকে বাড়িয়ে ২০টি করা হয়েছে। বি ইউনিটে ২০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে বি ইউনিটে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮০ টিতে। আর এ ইউনিটে আসন গতবারের ন্যায় ৬১৩টি রয়েছে।

অপরদিকে পোষ্য কোটায় ৪টি আসন বৃদ্ধি পাওয়ায় এবার বিভিন্ন কোটায় সংরক্ষিত আসন সংখ্যা ৯৬টি হয়েছে যা গত বছর ৯২টি ছিল।

২০১৬ অথবা ২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি (সাধারণ,কারিগরি, মাদ্রাসা, ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে এবং বিস্তারিত www.sust.edu/admission এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

আর/এআর