ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে কনসার্ট

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

‘মানবাধিকার দাও, ফিরিয়ে নাও’- এই শ্লোগান সামনে রেখে কনসার্টের আয়োজন করেছে ‘প্রভাতফেরী’। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে পূর্ণ মানবাধিকার দিয়ে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে এ আয়োজন করা হয়েছে।

১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে  ‘কনসার্ট ফর রোহিঙ্গা’ অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)’ কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ‘প্রভাতফেরী’র সাধারণ সম্পাদক সরদার মনসুর হেলাল এ কথা জানিয়েছেন।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান শিকদার বলেন, আমরা রোহিঙ্গাদের দ্রুত তাদের দেশে পূর্ণ মানবাধিকারসহ ফিরিয়ে নেওয়ার দাবিতে এই আয়োজন করেছি।

তিনি আরও জানান, অনুষ্ঠানের দিন বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের সংগঠনের পরিবেশনা থাকবে। এরপর সেমিনার, বাঁশি ও সারেঙ্গী বাদন চলবে সাড়ে ৫টা পর্যন্ত।

সারেঙ্গী বাজাবেন দেশের একমাত্র সারেঙ্গীবাদক মতিয়ার রহমান। পরে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যান্ড দল ‘ওয়েব’, ‘মানব’ ও ‘কৃষ্ণপক্ষ’ কনসার্টে গান করবে।

 

এসএ/এআর