ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

রোহিঙ্গা ইস্যু বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২২ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

রোহিঙ্গা ইস্যু বাঙালির জীবনে ভয়াবহ বিপর্যয় এটা শুধু রোহিঙ্গাদের বিরুদ্ধে নয়, বাঙালির বিরুদ্ধেও ষড়যন্ত্র বাংলাদেশের পক্ষে প্রায় ১০ লাখ শরণার্থীর চাপ সহ্য করা দুরূহ হবে ছাড়াও রোহিঙ্গা ইস্যু ভয়াবহ নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করতে পারে

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুজন আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা: প্রেক্ষিত, বর্তমান পরিস্থিতি আর সম্ভাব্য করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জেনোসাইডের যে ১০টি শর্ত রয়েছে, রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় তার প্রতিটিই পূরণ হয়েছে। এটা বিশ্বের কাছে চলমান হত্যাযজ্ঞ।

বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বড় ধরনের সমস্যা। এ সমস্যা সমাধানের সম্ভাবনা ক্ষীণ। তাই ভবিষ্যতে এ সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। বিশ্বের বিভিন্ন ঘটনার কারণে আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে সরে যেতে পারে। দেশের পক্ষে প্রায় ১০ লাখ শরণার্থীর চাপ সহ্য করা কঠিন। তাছাড়া রোহিঙ্গা ইস্যু নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। তাদের ‍একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে। শঙ্কার বিষয় হলো চরমভাবে নিগৃহীত ও ক্ষুব্ধ এ জনগোষ্ঠীকে স্বার্থান্বেষী মহল উগ্রবাদের পথে প্ররোচিত করতে পারে। যা পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করতে পারে।

কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বাধীনতার পর এতো বড় বিপর্যয় বাঙালির জীবনে আসেনি। এটা শুধু রোহিঙ্গাদের বিরুদ্ধে নয়, বাঙালির বিরুদ্ধেও ষড়যন্ত্র। এ সমস্যা মোকাবিলায় সরকারের ভেতরেই অনেক দায়িত্বজ্ঞানহীন বিষয় দেখছি।

রাজনীতিবিদ এস এম আকরাম বলেন, রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছি। আমরা যাদের বন্ধু বলি, বন্ধু বলে প্রচার করি, তারাই পাশে দাঁড়ায়নি।

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার বলেন, ভাসানচর ও বালুরচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের প্রস্তাব হবে আত্মঘাতী। এখনই এ ধরণের পরিকল্পনার প্রয়োজন নেই।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন মানবাধিকার কর্মী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমদ, নাগরিক সমাজের আহ্বায়ক বাহাউদ্দিন চৌধুরী, নায়েবের সাবেক মহাপরিচালক আনোয়ারুল হক প্রমুখ।

আর/ডব্লিউএন