ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রোহিঙ্গাদের সঙ্গে আসছে ইয়াবা ও অস্ত্র : কাদের

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে ইয়াবা ও অস্ত্র আসছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার জন্যও জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুবে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার থেকে এখনও স্রোতের মতো আসছে রোহিঙ্গারা। এই স্রোতের সঙ্গে ইয়াবা আসছে, অস্ত্র আসছে। এগুলো আমাদের সামাজিক বিপর্যয় ও সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি। মিয়ানমারে বসনিয়া ভুলের পুনরাবৃত্তি ঘটে গেছে।  জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের হয় মিয়ানমারে ফেরত পাঠান, না হয় অন্য কোনও দেশে স্থানান্তরিত করুন।

 

এমআর/এআর