ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ইসরাইল বিদ্বেষের অজুহাত দিয়ে ইউনেস্কো ছাড়ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৪ এএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ইসরাইল বিরোধী অবস্থানে রয়েছে এমন অভিযোগ তুলে সংস্থাটি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়। 

ইউনেস্কো বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে বিশ্ব ঐতিহ্যের তালিতায় যুক্ত করে। যেমন- সিরিয়ার পালমিরা ও যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব প্রতিস্থাপন করতে প্যারিসে সংস্থাটির সদর দফতরে একটি পর্যবেক্ষক মিশন প্রতিষ্ঠা করা হবে।

ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা বলেছেন, প্রতিনিধি প্রত্যাহারের বিষয়টি গভীর অনুতাপের। এটা জাতিসংঘ পরিবার এবং জোটের জন্য একটি বড় ক্ষতি।

এর আগে ফিলিস্তিনকে পরিপূর্ণ সদস্য পদ দেওয়ার বিরোধীতা করে ২০১১ সালে যুক্তরাষ্ট্র ইউনেস্কোকে দেওয়া আর্থিক সহযোগিতা প্রত্যাহার করে।

তবে সংবাদমাধ্যম ফরেন পলিসি ম্যাগাজিন বলেছিল এটা আসলে যুক্তরাষ্ট্রের অর্থ বাঁচানোর অজুহাত মাত্র।

জাতিসংঘের বিভিন্ন সংস্থায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতার বিষয়ে বৈষম্য দেখে তার সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘের মোট চাঁদার ২২ শতাংশ অর্থ দেয় এবং শান্তিরক্ষা মিশনে দেয় ২৮ শতাংশ।

ইউনেস্কো বর্তমানে নতুন নেতৃত্ব খুঁজছে। এরমধ্যে কাতারের হামিদ বিন আব্দুলাজিজ আল- কাওয়ারি 

এবং ফ্রান্সের সাবেক মন্ত্রী অন্দ্রে অজুঁলে’র কথা ভাবা হচ্ছে বোভোকার পরিবর্তে। সূত্র : বিবিসি।

 ডব্লিউএন