ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

যেখানে সেখানে

কাজী রোজী

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

সেখানে আলো ছিল না বটে

তবে অন্ধকারও ছিল না,

ঘুঁটঘুটে ভাব ছিল চারিদিকে

পোকা মাকড়ের শব্দ ছিল

গাছ-গাছালির সবুজাভ রং

অক্সিজেনে ভরা, নিঃশ্বাসের

আকর্ষণে ঘেরা- অপেক্ষা শুধু

কখন আলো কিম্বা উল্টো

অভিপ্রায় নিয়ে সেখানে আসা।

 

শুদ্ধতার প্রতীক ছিল না সেখানে

তবে অশুদ্ধ আচরণও রয়ে যায়নি।

যে রংটা যার পছন্দ

তার নির্লিপ্ত ছোঁয়া থেকে রং বদলে যায়।

এ যেন নেশার মতো-

দৃষ্টি প্রতিবন্ধী যেভাবে রঙের গন্ধ বোঝে

সেভাবেই রং কথা বলে, মানুষ চেনে,

প্রকৃতি নির্ভর সবুজ তাইতো পাতা বাহার

হয়ে কখনো নিত্য ধারায়।

হারানোর ভয় ছিল না সেখানে

তবে সুরক্ষার দুর্গওতো ছিল না।

যে পারে তার উদয়-অস্ত

একাকার করে নিয়ে পথ খুঁজে নিত।

আমার পথ তেমন ছিল না জানা।

আমি অবশ্য জানতাম পথে নামলেই

পথ বলে দেবে, কোন পথে এগোতে হবে।

তাই সে পথের নাগাল খোঁজাই ছিল

আমার সবিশেষ অভিপ্রায়।

 

সেখানে আমার অদেয় কিছু ছিল না

না পাওয়াও কিছু ছিল না তারপর।

 

১৭/০২/২০১৭