ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সিরাজগঞ্জে অর্ধশতাধিক শহীদ মিনারের এখন জীর্ণ দশা

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার

মহান ভাষা শহীদদের স্মরণে সিরাজগঞ্জে নির্মিত অর্ধশতাধিক শহীদ মিনারের এখন জীর্ণ দশা। ভাষার মাসে কিছুটা যতœ নেয়া হলেও, বছরের বাকি সময় পড়ে থাকে অযতেœ-অবহেলায়। এমন অবস্থায়, সুষ্ঠু তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাতৃভাষা বাঙলার দাবিতে, ১৯৫২ সালে যারা বুকের তাজা রক্তে রাঙিয়েছিলেন রাজপথ, সেইসব মহান শহীদদের স্মরণে, সিরাজগঞ্জে সরকারী ও বেসরকারী উদ্যোগে, বিভিন্ন সময় নির্মাণ করা হয়, অর্ধ শতাধিক শহীদ মিনার। কিন্তু, অযতœ-অবহেলায় এগুলোর বেহাল দশা। দু’বছর আগে ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্মস্থান, শৈলজানায় নির্মিত শহীদ মিনার আর পাঠাগার যমুনায় বিলীন হবার পর, কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসছেন, সেখানকার মানুষ। এ অবস্থায় শহীদ মিনার ও পাঠাগারটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও স্থানীয়রা। ভাষা মতিনের গ্রামে নতুন শহীদ মিনার নির্মাণের আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক। এদিকে, একুশে টেলিভিশনের ‘একুশে ফোরামের’ উদ্যোগে এনায়েতপুরের গোপিনাথপুরে নির্মিত শহীদ মিনারের চলছে দ্বিতীয়বারের মতো ভাষা দিবস পালনের প্রস্তুতি।