ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সাভারে চামড়া শিল্পনগরীর নির্মাণকাজ এখনও শেষ হয়নি

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৩৮ এএম, ৩ এপ্রিল ২০১৬ রবিবার

রাজধানীর হাজারীবাগ থেকে চামড়াশিল্প-কারখানা স্থানান্তরের সময় পেরিয়ে গেলেও সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর নির্মাণকাজ শেষ হয়নি এখনও। কয়েকটি কারখানা বিদ্যুৎ সংযোগ পেলেও কোনো কারখানায় লাগেনি পানি ও গ্যাস সংযোগ। এদিকে এক মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার-সিইটিপি’র নির্মাণ কাজও। এ অবস্থায় হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে না দেয়ায় বিপাকে ব্যবসায়ীরা। দূষণ রোধে হেমায়েতপুরে ২শ’ একর জায়গায় পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। ২০১৫ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও ৩০ বার সময় বাড়ানোর পরও এখনও তা শেষ হয়নি। এদিকে অর্থের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার-সিইটিপি’র নির্মাণ কাজ। কোনো কারখানায়ই লাগেনি গ্যাস ও পানির সংযোগ; বিদ্যুৎ সংযোগও লেগেছে মাত্র কয়েকটিতে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিসিকের উপ-প্রধান প্রকৌশলী। ব্যবসায়ীরা বলছেন, কারখানা সরিয়ে আনতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অবকাঠামোসহ কারখানা নির্মাণ কাজ শেষ হয়নি এখনও। বরাদ্দ জমির কাগজপত্র বুঝে না পাওয়ায় পাচ্ছেন না ব্যাংক লোনও। এ অবস্থায় হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে না দিলে পাচার হওয়াসহ বড় রকমের আর্থিক লোকসানের মুখে পড়বেন তারা। চামড়া শিল্পনগরীর কাজ আগামী ২/৩ মাসেও সম্পূর্ণ শেষ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে দায়িত্বরত প্রকৌশলী ও ট্যানারী মালিকদের।