ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নির্বাচনে আসবে বিএনপি : সিইসি

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ শনিবার ঢাকার সিদ্ধেশ্বরীতে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইসির সংলাপে অংশ নেওয়া মানেই তারা (বিএনপি) নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের উপর তাদের আস্থা রয়েছে।’

পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়ার ব্যাপারে বিএনপির নেতৃবৃন্দ তাকে আশ্বস্ত করেছে বলে দাবি করেছে সিইসি।

এ বছরের ৩১ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামীকাল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার তারিখ রয়েছে বিএনপির।

সবগুলো রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।

এমআর/ডব্লিউএন