ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

ভালো সূচনা

১০০ পেরোলো বাংলাদেশ

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালই করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৮ দশমিক ও ৫ ওভারে ৪৩ রান করেন দুজন। রাবাদার বলে আউট হওয়ার আগে ২৯ বলে ২১ রান করেছেন চমৎকার খেলতে থাকা লিটন দাস। ইনিংসটাকে বড় করতে পারেননি ইমরুল কায়েসও। ৩১ রান করে প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি।  প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে ১০০ রান। সাকিব আল হাসান ১৮ ও মুশফিকুর রহিম ২২ রানে ব্যাট করছেন।

গোড়ালির চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এর আগে বাদ পড়েছেন তামিম ইকবাল।

দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার আজ নিজের শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। এছাড়া প্রোটিয়া দলে ফিরেছেন বিপজ্জনক এবি ডি ভিলিয়ার্সও। ডি ভিলিয়ার্স-আমলা-ডু প্লেসিদেরকে চ্যালেঞ্জ জানাতে হলে তাই বড় সংগ্রহই করতে হবে ‎চণ্ডিকা হাথুরুসিংহা‎র ছাত্রদের।

বাংলাদেশ দল

লিটন দাস (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, সাব্বির রহমান, ‍মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা ( অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

দক্ষিন আফ্রিকা দল

কুইন্টন ডি কক ( উইকটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসি ( অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি দুমিনি, ডুয়াইন প্রেটোরিয়াস, অ্যান্ডিলে ফেহলুকওয়া, কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন ও ইমরান তাহির।

 

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এমআর