ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

‘ইসির সঙ্গে বিএনপির সংলাপ রাজনীতির জন্য ইতিবাচক’

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার

নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির আজকের সংলাপকে রাজনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশা করি তারা আগামী নির্বাচনে অংশ নেবে। আমরা সবসময় চাই বিএনপি নির্বাচনে আসুক। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। কিন্তু তারা গত নির্বাচনে অংশগ্রহণ না করে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আশাকরি তারা আর এ ভুল করবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, সামনে আওয়ামী লীগের সঙ্গেও ইসির সংলাপ আছে। আমরা সংলাপে ১১ দফা উত্থাপন করবো। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।

উল্লেখ্য, আজ রোববার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে ১৬ জন প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেছেন।

 

এমআর/এআর