ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০১৭ সোমবার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে সোমবার সকাল সাড়ে ৮টায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। কক্সবাজারে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান।

সেখানে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পরিদর্শন শেষ করে দুপুরের পর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন। দুই দিনের সফরে রবিবার সকালে ঢাকায় আসেন তিনি। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে শেষে আহমাদ জাহিদ হামিদি বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্যসেবার জন্য একটি ফিল্ড হাসপাতাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে। বৈঠকে আহমাদ জাহিদ রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এই সংকট সৃষ্টিতে উদ্বেগ জানানোর পাশাপাশি জাতিসংঘ ও আঞ্চলিক অন্যান্য ফোরামের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী।

 

এসএ/এআর