ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ইন্টারনেটে ধীরগতি থাকবে ৩দিন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৭ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকবে। ক্যাবল মেরামত সংস্কার কাজের জন্য আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এ তিন দিন ক্যাবল মেরামতের কাজ চলবে, এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক অসুবিধায় পড়বেন। ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের কাজ চলবে ২২ অক্টোবর ২৪ অক্টোবর পর্যন্ত।

এর ফলে ওই সময় দেশের ইন্টারনেটে ধীর গতি হতে পারে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা।

তবে এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-ইউ-৫) দিয়ে বিকল্প ব্যবস্থায় দেশে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানায় বিএসসিসিএল। দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠনসহ সংশ্লিষ্টদের ওই তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে বিএসসিসিএল।

উল্লেখ্য, দেশে ব্যবহৃত মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস। এর মধ্যে ৩০০ জিবিপিএসই আসছে প্রথম সাবমেরিন ক্যাবল থেকে।

 

আর/এআর