ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

জিয়াকে নিয়ে ইসির বক্তব্য

ব্যাখ্যা পেয়েছি, বলতে চাই না: কাদের

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবক্তা’ বলে সিইসি যে বক্তব্য দিয়েছিলেন তার ব্যাখ্যা আওয়ামীলীগ পেয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে চান না।

বুধবার দুপুর দেড়টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে এ সংলাপ শুরু হয়।

জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কমিশনের কাছ থেকে ব্যাখ্যা পেয়েছি। তবে ব্যাখ্যার বিষয়ে কিছুই বলতে চাই না। আর কোনো ব্যাখ্যা দিতে হলে সেটা ইসি দেবে।’

এ সময় সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও সচিবের বক্তব্য ইতিবাচক ছিল বলে তিনি উল্লেখ করেন তিনি ।

সংলাপ শেষে নির্বাচন ভবনের নিচে সাংবাদিকদের সামনে দলের ১১ দফা তুলে ধরেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। তবে সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্ত্রীর অসুস্থার কারণে দেশে না থাকায় সংলাপে অংশ নেননি।

ইসির সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন- আমির হোসেন আমু , তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপুমণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, ড. হাছান মাহমুদ, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

 

এমআর/এআর