ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

হ্যাকিংয়ের ঝুঁকিতে শিশুদের স্মার্টওয়াচ

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৯ এএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

শিশুদের জন্য বাজারে যেসবস্মার্টওয়াচ’ রয়েছে সেগুলো হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে বলে জানিয়েছে নরওয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষতারা বলেন, এসব স্মার্টওয়াচ পরীক্ষা করে দেখা গেছে এগুলোর নিরাপত্তা ব্যবস্থায় নানা ত্রুটি রয়েছে।

প্রসঙ্গত, বাজারে এখন শিশুদের জন্য যেসব স্মার্টওয়াচ পাওয়া যায়, এগুলো মূলত স্মার্টফোনের মতই কাজ করে।

নরওয়েজিয়ান কনজুমার কাউন্সিল জানায়, কেউ চাইলে এসব স্মার্টওয়াচ ট্র্যাক করতে পারবে, আড়ি পাততে পারবে। পাশাপাশি যে শিশু এই ঘড়ি পরে আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ত্রুটির কারণে অপরিচিত যে কেউ চাইলে কোন শিশুর গতিবিধির ওপর নজর রাখাতে পারবে।

তবে ব্রান্ডের স্মার্টওয়াচ কোম্পানিরা বলছেন, যে সব সমস্যা ছিল তা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজারে শিশুদের জন্য যেসব স্মার্টওয়াচ পাওয়া যায়, তাদের বাবা-মা চাইলে শিশুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন। তারা কখন কোথায় আছেন তা জানতেও পারেন।

আবার কোন স্মার্টফোনে একটি `এস-ও-এস` বা বিপদ সংকেত বাটন আছে। শিশুটি বিপদে পড়লে এই বাটন চেপে রাখলে শিশুরা বাবা-মা সতর্ক হতে পারবে।

সূত্র : বিবিসি।

আর/এআর