ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

মালয়েশিয়ায় ভূমিধস, ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১০:৫১ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ১১:১৯ পিএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনাংয়ে এক ভূমিধসে তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার পেনাং এর রাজধানী জর্জ টাউনে নির্মাণাধীন ভবনস্থলে ভূমিধসের এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ মোট চারজন শ্রমিকের লাশ উদ্ধারের খবর জানিয়ে বলেছে, এদের তিনজন বাংলাদেশি। নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় জানা যায়নি।

দুজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

উদ্ধার কাজ চালালেও তাতে সমস্যার কথা জানিয়েছেন পেনাংয়ের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক সাদন মোখতার।

সাদন মোখতার বলেন, “এখন আমাদের যে সমস্যা হল, তা হল ৩৫ মিটার উঁচু মাটির স্তূপ সরাতে হবে। আমরা উদ্ধার কাজে কুকুর নামিয়েছি।”

নিখোঁজদের মধ্যে বাংলাদেশি ছাড়াও বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তানি ও রোহিঙ্গা রয়েছেন। এছাড়া নির্মাণ কাজের তদারকিতে থাকা একজন মালয়েশীয়ও নিচে আটকা পড়েছেন বলে জানান তিনি।

ভূমিধসের কারণ জানা যায়নি।

সূত্র : রয়টার্স

এমআর/ডব্লিউএন