ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

মারা গেছেন সৈয়দ আশরাফের স্ত্রী

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

স্ত্রীর সঙ্গে সৈয়দ আশরাফের এই ছবি এখন শুধুই স্মৃতি।

স্ত্রীর সঙ্গে সৈয়দ আশরাফের এই ছবি এখন শুধুই স্মৃতি।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া আটটায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


জনপ্রশাসন মন্ত্রীর চাচাতো ভাই সৈয়দ খায়রুল ইসলাম একুশে টেলিভিশন অনলাইনকে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।


লন্ডনে বসবাসরত শিলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। এর আগে গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে কেমো থেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপের চিকিৎসা করা হয় তার। পরে সেখান থেকে তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এই হাসপাতালেই সোমবার মারা যান তিনি।


শিলা ইসলামের বাড়ি ময়মনসিংহে। লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন। সময় পেলেই সৈয়দ আশরাফ ছুটে যেতেন লন্ডনে, পরিবারের কাছে। মৃত্যুর আগে তিনি স্ত্রীর পাশেই ছিলেন। গত কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রী ছুটি নিয়ে লন্ডন যান।

শিলা ইসলামের লাশ কখন দেশে আনা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান সৈয়দ খায়রুল।