ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

পৃথক দুটি আদেশে সম্প্রতি বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে । তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার চারজন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন।

বদলি অতিরিক্ত এসপিদের মধ্যে সিরাজগঞ্জ সদর সার্কেলের মো. আলমগীর হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে, সিলেট ওসমানীনগর সার্কেলের কবীর আহম্মেদকে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে, ঝিনাইদহ কোটচাঁদপুর সার্কেলের মো. রেজাউল করিমকে নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সার্কেলের মো. ওয়ারেছ আলী মিয়াকে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া এএসপি শাহেদ আহমেদকে ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে পুলিশের লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।

 

/ এমআর / এআর