ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে সংবর্ধনা

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৯ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

CTG Ameenমুক্তিযুদ্ধে গৌরব উজ্জ্বল ভূমিকার জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাঙ্গুনিয়া হিজলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি এই সংবর্ধনার আয়োজন করে। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন, হিজলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাশেম, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ডক্টর মোহাম্মদ আজিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডক্টর মঞ্জুরুল আমিন চৌধুরীসহ বিশিষ্টজনেরা।