টেকনাফে আবারো নৌকাডুবি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার
প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ৩৫ জনকে জীবিত উদ্ধার করে। আজ বুধবার ভোর ৪টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার ব্যাক্তিদের স্থানীয় দাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এটি ছাড়াও রোহিঙ্গা বোঝাই আরও কয়েকটি নৌকা এসেছে বলে দাবি করেছেন উদ্ধার ব্যাক্তিরা।
জানা যায়, ভোরে শাহপরীর দ্বীপ এলাকায় একটি নৌকা চরে আটকে ডুবে যাচ্ছে বলে খবর আসে। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। তারা ডুবন্ত নৌকাটি থেকে রোহিঙ্গা নারী-শিশুদের দ্রুত নামিয়ে আনতে সক্ষম হওয়ায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় বেশ কয়েকজন নারী ও শিশু।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রোববার দিবাগত রাত ১২টার দিকে মিয়ানমারের মংডুর শহরের দংখালী গ্রাম থেকে ছেড়ে আসা একটি নৌকা বাংলাদেশ সীমানায় এসে সর্বশেষ ডুবেছিল। এ ঘটনায় ১৪ নারী-শিশু ও পুরুষের মরদেহ পাওয়া যায়। ওই নৌকায় ৬০-৬৫ জনের মতো রোহিঙ্গা ছিল যার মধ্যে প্রায় ৩০ জন শিশু। নৌকাডুবির পর বিভিন্ন ভাবে জীবিত পাওয়া যায় ২১ জনকে। তার মধ্যে শিশু ছিল সাতজন। বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এমআর / এআর