রোহিঙ্গা-বাঙালি বিয়ে বন্ধে কঠোর নির্দেশনা
প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

বাংলাদেশি ছেলেদের সঙ্গে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মেয়েদের বিয়ে ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছে।
বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে রেজিস্ট্রেশন করতে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বুধবার এ নির্দেশনা দেয়া হয়।
বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর ও কনে দু’জনেই বাংলাদেশের নাগরিক কিনা- জাতীয় পরিচয়পত্র দেখে তা নিশ্চিত করতে হবে কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের। এ ক্ষেত্রে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।
বিজ্ঞপ্তি বলা হয়, কতিপয় নিকাহ রেজিস্ট্রার এই অপতৎপরতায় লিপ্ত। এ জন্য ‘বিশেষ এলাকা’- কক্সবাজার, বান্দরবান,রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলায় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ে বাংলাদেশি নাগরিক কিনা তা নিশ্চিত হতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন অবৈধ। তা করা হলে কাজীকে শাস্তি পেতে হবে।
মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের কারণে গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় আশ্রয় নিয়েছে। তাদের একটি বড় অংশ নারী ও শিশু।
আরকে/ডব্লিউএন