ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

মুস্তাফিজ আইপিএল খেলতে ভারত যাচ্ছেন

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৪৫ পিএম, ৫ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

আইপিএল খেলতে ভারত গিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়েন এই টাইগার পেইসার। আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজ। টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ  নেয়ার পর কয়েদিন বিশ্রাম শেষে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই পেসার। এর আগে বাংলাদেশের সাকিব, আশরাফুল, তামিম, মাশরাফি ও আব্দুর রাজ্জাকের পর ষষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএলে নাম লিখিয়েছন মুস্তাফিজ। অন্যদিক, আজ রাতে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ভারত যাওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। ২০১১ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন সাকিব।