ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

সানি লিওনকে হুমকি

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার

হুমকি দেওয়া হয়েছিল সানি লিওনকে। তাও আবার সোশ্যাল সাইটের মাধ্যমে। এবার এমনই অভিযোগ করেছেন বলিউডের ‘বেবি ডল’।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘তার বাড়ির নীচে দাঁড়িয়ে আছে’- এই বলে এক সময় কেউ তাঁকে হুমকি দিতেন। ‘ছুরি নিয়ে আসছি’ বলেও তাকে ভয় দেখানো হত।

সানি আরও বলেন, ওই সময় যখন তাকে হুমকি দেওয়া হয়, তখন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার দেশে ছিলেন না। ফলে, ভয় পেয়ে যান তিনি। যদিও, ওই হুমকির পর কোনো ক্ষতি হয়নি। কিন্তু, বেশ ভয়ই পেয়ে গিয়েছেন সানি লিওন। তবে অভিযুক্তকে এখনও ধরা সম্ভব হয়নি।

ওই ঘটনার পর পরই বাড়ি পরিবর্তন করেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। বাড়ির বাইরে ক্যামেরা লাগিয়ে নজরদারিও শুরু করা হয় বলে জানিয়েছেন প্রাক্তন এই পর্নস্টার। কিন্তু, ওই ঘটনার কথা মনে পড়লে এখনও শিউরে ওঠেন তিনি।

মূলত ‘সাইবার বুলিং’ নিয়ে তৎপরতা বৃদ্ধি করতেই নিজের সঙ্গে ঘটে যাওয়া ওই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বলিউডের এই অভিনেত্রী।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/ডব্লিউএন