ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘এক কবির মৃত্যু’

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছে বাংলাদেশ। উৎসবে গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘একজন কবির মৃত্যু’ নিয়ে যোগ দিচ্ছেন বাংলাদেশের নির্মাতা আবু সাইয়ীদ।

পরীক্ষামূলক এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবেই।

১০ নভেম্বর থেকে শুরু হওয়া উৎসবে যোগ দিচ্ছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান, কাজলসহ ‘বাহুবলী’র প্রভাসও।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ১৭ নভেম্বর পর্যন্ত উৎসব চলবে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন হলেও ছবিগুলো দেখানো হবে কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহ ও বিভিন্ন মিলনায়তনে।

২৩তম আসরের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উৎসব থেকে বাদ পড়েছে নারী চলচ্চিত্রকারদের নির্মিত ছবির বিভাগ।

এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন বিভাগ ‘ইনোভেটিভ ইমেজেস ইন সিনেমা’ নামের নতুন একটি বিভাগ। এই বিভাগে দেখানো হবে ১৫টি সিনেমা। এর মধ্যে থাকছে ব্রাজিল, লেবানন, ইতালি, ইরান, তুরস্ক, হাঙ্গেরি, পোল্যান্ড, ভারত ও বাংলাদেশের সিনেমা। বাংলাদেশ থেকে আবু সায়ীদ তাঁর পরীক্ষামূলক সিনেমা ‘এক কবির মৃত্যু’ নিয়ে যোগ দিচ্ছেন।

এসএ/ডব্লিউএন