ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ ইতিবাচক : পররাষ্ট্র সচিব

প্রকাশিত : ১১:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার

রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমারের সেনাবাহিনীকে সহযোগিতা করার যে আহ্বান টিলারসন জানিয়েছেন, তাকে বাংলাদেশ ‘আন্তর্জাতিক চাপ’ হিসেবেই দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।  শুক্রবার  শহীদুল হক বলেন, আমরা বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংকে ফোন করে রাখাইনে সহিংসতা বন্ধের এ আহ্বান জানান। পাশাপাশি রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জেনারেল মিন অং হ্লাইংয়ের সহযোগিতা চান তিনি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নাউয়ার্ট এক বিবৃতিতে বলেন, এই সঙ্কটের কারণে বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গা যাতে নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে, সেজন্য নতুন কোনো শর্ত না দিয়ে ১৯৯২ সালের বাংলাদেশ-মিয়ানমার যৌথ বিবৃতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার সরকার আগেই জানিয়েছে, ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় রোহিঙ্গাদের তারা ফেরাতে রাজি। কিন্তু ওই চুক্তি এখন আর ‘বাস্তবসম্মত নয়’ জানিয়ে একটি নতুন প্রস্তাব দিয়ে মিয়ানমারের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শহীদুল হক বলেন, হ্যাঁ, এখনকার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। তবে আমরা মনে করি, ১৯৯২ সালের সমঝোতা যে প্রিন্সিপাল মেনে হয়েছিল, তাকে ভিত্তি ধরে এবারও আলোচনা এগিয়ে নেওয়া যায়। 

আরকে/ডব্লিউএন