ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

শিল্পকলায় ‘স্মৃতি সত্তার ভবিষ্যৎ’

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ১১:৪৭ এএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার

জাতীয় শিল্পকলায় আয়োজন করা হয়েছে ‘স্মৃতি সত্তার ভবিষ্যৎ’ শীর্ষক প্রয়াত শিল্পী ও আলোকচিত্রশিল্পী স্মরণানুষ্ঠান। একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী এ স্মরণানুষ্ঠান শুরু হয়েছে রোববার।

প্রথম দিনে শিল্পাচার‌্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানকে স্মরণ করা হয়।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের এই স্মরণানুষ্ঠান উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে জয়নুল আবেদিন ও কামরুল হাসানের স্মৃতিচারণ এবং তাদের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন অধ্যাপক বুলবন ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন, জয়নুল-পুত্র শিল্প সংগ্রাহক মঈনুল আবেদিন, কামরুল হাসান তনয়া সুমনা হাসান।

অনুষ্ঠানে শিল্পাচার্যের শিল্পসত্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ ও কামরুল হাসানের শিল্পকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও প্রাবন্ধিক মফিদুল হক।

রেকর্ডে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।

 

এসএ / এআর