ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি

পাকিস্তান হাইকমিশনারকে তলব

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্রে করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের হাই কমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী মঙ্গলবার বিকালে ওই তলবে সাড়া দিয়ে হাজির হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসানের সঙ্গে দেখা করেছেন।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’- পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত এ মিথ্যাচার করে বানানো একটি ভিডিও পাকিস্তান হাইকমিশন তার ফেসবুক পেজে শেয়ার দেয়ার অভিযোগে ঘটনার প্রতিবাদ জানাতে রাফিউজ্জামানকে তলব করা হয়েছে।

জানা গেছে,১৩ মিনিট ৪৫ সেকেন্ডের এ ভিডিওটি গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন তার ফেসবুক পেজে শেয়ার করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন বলেও দাবি করা হয়েছে ওই ভিডিওতে।

/ কেআই / এআর