ইউনেস্কোর ৩৯তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ইউনেস্কোর সদর দফতর প্যারিসে চলমান ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৩৯তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট মনোনিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান সাধারণ সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া মরোক্কোর জোহর আলাউই চলমান সম্মেলনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে ১৯৫টি সদস্য রাষ্ট্রের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা, ১০টি সহযোগী দেশের সদস্য এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও এনজিওর প্রতিনিধিগণ সম্মেলনে অংশ নিচ্ছেন।
২০১৭-২০১৯ মেয়াদে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ। ২০১৫-২০১৭ মেয়াদেও ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
৪ নভেম্বর জেনারেল পলিসি ডিবেটের সম্মেলনে জাতীয় বিবৃতি প্রদান করবেন নাহিদ। এর আগে ১লা নভেম্বরে E-9 ফোরামের চেয়ারম্যান হিসাবে E-9 ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী।
সূত্র : ইউএনবি
/ এমআর / এআর