ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন

প্রকাশিত : ০৮:২১ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:২১ এএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার

কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ করে দিয়েছে অনেক আগেই। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উন্মোচন করা হলো রংপুর রাইডার্সের জার্সি।

‘মিট দ্যা রাইডার্স’ শিরোনামের এই অনুষ্ঠানে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ টম মুডিসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেকও এ সময় উপস্থিত ছিলেন।

মাশরাফির পাশাপাশি ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যককালাম, লাসিথ মালিঙ্গাদের দলে পেয়ে রংপুর সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

আগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। ওই দিনই দিনের অপর ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

 

এমআর