ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেয়ায় ইমামের দণ্ড

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ঝিনাইদহ শহরে ১২ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ইমাম শিহাব উদ্দিন শহরের পবহাটি এলাকার জাহান আলীর ছেলে এবং আব্দুল মজিদ একই এলাকার আব্দুল আজিজের ছেলে।

আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর গণমাধ্যমকে জানান, ১২ বছর বয়সি ৫ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বিয়ে দেয়া হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ে পড়ানো ও সহযোগিতা করার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম ও মাতব্বরকে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, ঝিনাইদহ সদর থানার এসআই কবির হোসেনসহ পুলিশ সদস্যরা।

 

আর/ডব্লিউএন