ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে হবে : হাই কোর্ট

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার

শব্দ দূষণরোধে রাজধানী ঢাকাসহ সারা দেশে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রাজধানীতে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনার অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর আজ রোববার আদালত এই আদেশ দেন।

এর আগে গত ৮ অক্টোবর মোটরযান চালকদের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় হাইড্রোলিক হর্ন জমা দেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। এর পরই ঢাকার সাথে সাথে সারাদেশে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে আদালতে আবেদন করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে গত ২৩ আগস্ট রাজধানীর বিভিন্ন রাস্তায় চলাচলকারী যানবাহনে হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে ওই পরিবহন জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছিল।

এমজে/ডব্লিউএন