ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

সিলেটে পাহাড় ধস: নিহত ৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়ায় পাথর উত্তোলনের সময় পাথর ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরোও দুইজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাংলা টিলা নামের পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায় নি।

কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাংলা টিলার পাহাড় এলাকাটি দুর্গম। বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর উত্তোলন করা হচ্ছিল। আজ সকাল ৯ টার দিকে সেখানে একটি গর্তে ধস নামে। এতে বেশ কয়েকজন পাথর চাপা পড়েন। এ ঘটনায় স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

/ এম / এআর