ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৬ ১৪৩২

আনকাট সেন্সর পেল ‘হালদা’

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

কোনো ধরনের কাটাকুটি ছাড়াই আনকাট সেন্সর ছাড়পত্র পেল চলচ্চিত্র ‘হালদা’। জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত এ সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি।

গণমাধ্যমকে তিনি বলেন, গত ২৫ অক্টোবর হালদা সেন্সর বোর্ডে জমা পড়ে। সোমবার সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়া হয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা হালদা দেখে এর ভুয়সী প্রশংসা করেছেন।

অজ্ঞাতনামা চলচ্চিত্রের সাফল্যের পর গত বছরের এপ্রিলে মহাসমারোহে নিজের পরিচালনায় পঞ্চম সিনেমা ‘হালদা’র শুটিং শুরু করেছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, রুনা খান, সুজাত শিমুল প্রমুখ।

চট্টগ্রামের হালদা নদীর পাড় ও রাজবাড়ীর গোয়ালন্দে এ সিনেমাটির চিত্রায়ন হয়েছে।

এদিকে গত রোববার ইউটিউবে হালদা সিনেমার ট্রেলার প্রকাশের পর এটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে পিন্টু ঘোষের সংগীত পরিচালনায় এ সিনেমার একটি গান এরই মধ্যে আলোচনায় এসেছে।

অপেক্ষার পালা শেষ, আগামী ১ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি।

এসএ/