ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

নর্থ সাউথের শিক্ষক নিখোঁজ

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে পাওয়া যাচ্ছেনা মর্মে থানায় জিডি করেছে তার পরিবার। নিখোঁজ শিক্ষকের নাম অধ্যাপক মোবাশশ্বের হাসান সিজার । তিনি জঙ্গিবাদ ইস্যু নিয়ে গবেষণা করছিলেন বলে তাঁর চাচা জানান।

বুধবার ঢাকার খিলগাঁও থানায় নিখোঁজের চাচা বিআইডিএস এর গবেষক মঞ্জুর হোসেন জিডিটি করেন। তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মোবাশ্বের বনশ্রীর বাসা থেকে সকালে বের হন। বিকেল চারটায় তার সাথে মোবাইলে শেষ কথা হয়। এর পর থেকে তার মোবাইলটি বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, রাত ৯ টার দিকে মোবাশ্বের ফেরার কথা থাকলেও পেরিয়ে গেছে ২৪ ঘণ্টা। কিন্তু মোবাশ্বের ফেরেনি। এদিকে তার দুঃশ্চিন্তায় ভেঙ্গে পড়েছেন তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

পারিবারিক সূত্রে জানা যায়, মোবাশ্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এমজে/ডব্লিউএন