ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

রণবীর কাপূরের নাকে নথ, কানে দুল

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:০০ এএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

মাথায় টুপি, কানে দুল। নাকে নথও রয়েছে। মাথায় আছে টায়রা। গোঁফ-দাড়িতে ঢাকা রণবীর কাপূর। কেমন লাগছে তাকে?

আসলে স্ন্যাপচ্যাট ফিল্টারের মাধ্যমে এই রূপ হয়েছে রণবীরের। তিনি নিজেই করেছেন এ কাণ্ড। এরপর তা ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন রণবীর। তার ফাঁকেই সেট থেকে এই কাণ্ড করেছেন তিনি। এই সিনেমাতে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট্ট।

বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, সিনেমাতে ‘ড্রাগন’ নামের এক সুপারহিরোর চরিত্রে অভিনয় করবেন রণবীর। যার হাতের তালু থেকে আগুন বের হয়। এ ছাড়াও বিশেষ কিছু শক্তি রয়েছে ‘ড্রাগন’-এর।

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের আগের সিনেমাগুলোর মধ্যে- ওয়েক আপ সিড, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি বেশ সফল হয়েছে বলিউডে। এবার সুপার হিরোর ভূমিকায় রণবীর কাপূর। সব মিলিয়ে একটা দারুণ কিছুর অপেক্ষায় ভক্তরা।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন