ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

নাসিরসহ দলের সবাইকে জরিমানা

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

স্লো-ওভার রেটিংয়ের কারণে সিলেট সিক্সার্সের সব ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর ইনিংস শেষ করতে একটু বেশিই সময় লেগেছে সিলেটের। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার করতে পারেননি নাসিররা। তাই অধিনায়ক নাসিরসহ পুরো দলেরই জরিমানা হয়েছে। নাসিরকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং অন্য ক্রিকেটারদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেও সতর্ক বার্তাসহ একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন নাসির। টস করতে পাঁচ মিনিট দেরি করেছিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। এবার আর সতর্কতা নয়, শাস্তি হলো নাসিরসহ গোটা দলেরই।

এর আগে সিলেট সিক্সার্সের দ্বিতীয় ম্যাচের পর শাস্তি হয়েছিল দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমানের। আম্পায়ারের সঙ্গে তর্ক করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ডানহাতি এ বিধ্বংসী ব্যাটসম্যান।

এমআর / এআর