ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

গুম-অপহরণ নতুন কিছু না : আইজিপি

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার

দেশে গুম-অপহরণ নতুন কিছু না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের পুলিশ লাইনে নবনির্মিত অত্যাধুনিক গেট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে এম শহীদুল হক বলেন, প্রাচীন আমল থেকে এই অপরাধ হয়ে আসছে। তবে বাংলাদেশে সম্প্রতি দুটি নিখোঁজের ঘটনা সম্পর্কে বলেন, আমরা ৭৫ ভাগ অপহরণের ঘটনার রহস্য ও ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। বাকি ২৫ ভাগ নানা কারণে সম্ভব হয়নি। বর্তমানে যে দুটি নিখোঁজের ঘটনা ঘটেছে, তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

শহীদুল হক বলেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদেশিরা প্রশংসা করেছে। ক’দিন আগে বাংলাদেশে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে সম্মেলন হয়েছে, সেখানে প্রায় ৫০০ বিদেশি অংশ নিয়েছেন। তাঁরা বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

চাঁদপুরের পুলিশ লাইনে এ অত্যাধুনিক গেট নির্মাণে প্রায় ৫০ লাখ টাকা অর্থায়ন করে চাঁদপুর পৌরসভা।

আরকে/ডব্লিউএন