ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

বেড়াতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্যাছড়া ঝর্নায় বেড়াতে গিয়ে অবশেষে লাশ হয়ে ফিরলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহাদাত হোসেন মামুন।  মামুন ফেনী উপজেলার শর্শদী গ্রামের মতিউর রহমানের ছেলে। সে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল বলে জানান তার সহপাঠীরা।

গত শুক্রবার মিরসরাইয়ের নাপিত্যাছড়ায় এ দুর্ঘটনা ঘটে। নাপিত্যাছড়া একটি পাহাড়বেষ্ঠিত জলপ্রপাত, যেটি বেশ কয়েক বছর পূর্বে এলাকার স্থানীয়রা আবিস্কার করেন।

মিরসরাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল উদ্দিন বলেন,  সাঁতার কাটতে মামুনসহ বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র ঝর্নায় নামে। পরে সবাই সাঁতরে উপরে উঠলেও মামুনকে আর পাওয়া যায়নি। বিষয়টি আগ্রাবাদ ফায়ার সার্ভিসকে জানালে, তাদের একটি দল সন্ধ্যা ৫টার দিকে তার লাশ উদ্ধার করে।

এমজে/ডব্লিউএন